ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে তরবারি, রামদা, ওয়্যারলেসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার ত্রিশাল উপজেলার আব্দুল বারীক ওরফে বারী ও ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রউফ।
ময়মনসিংহ র্যাব-১৪-এর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা বালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় দস্যুতা করে আসছেন। বুধবার রাতে দস্যুতার প্রস্তুতির সময় উপজেলার বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি তরবারি, একটি রামদা, একটি ওয়্যারলেস, একটি ছুরি, একটি ডেগার, একটি সুইচ গিয়ার (চাকু), একটি পাসপোর্ট, দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও ৪৭ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা হয়েছে। তাদের সঙ্গে এমন কর্মকাণ্ডে জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে।